ভবিষ্যৎ পরিকল্পনা :
০১। চলমান কোর্স সমূহের মান আন্তর্জাতিক (International Recognation) পর্যায়ে উন্নীত করণ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করা।
০২। বৈদেশিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী নতুন নতুন ট্রেডে প্রশিক্ষণ কোর্স চালু করা এবং প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ ও স্বল্পদক্ষ কর্মক্ষম জনগোষ্টির সংখ্যা হ্রাস করতঃ দক্ষ জনশক্তি বৃদ্ধি করা।
০৩। প্রশিক্ষণ কেন্দ্রকে বহুমাত্রিক ব্যবহারের নিমিত্তে উচ্চতর প্রশিক্ষণ কোর্স এবং দ্বিতীয় শিফ্ট চালু করা।
০৪। NTVQF (National Technical and Vocational Qualification Framework) সনদায়ন চালু করা।
০৫। CBT (Competancy Based Training) প্রশিক্ষণ চালু এবং সনদায়ন করা।
০৬। E-Learning এর আওতায় আরও ৫ (পাঁচ) টি ট্রেড প্রশক্ষণ চালু করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS