আমাদের অর্জনসমূহ
গত 09-11ই জানুয়ারী’২০১৭ খ্রি: জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলা-২০১৭ এ চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রথম অংশগ্রহন করে । ১১-১৩ই জানুয়ারী’২০১৮ খ্রি: দেশব্যাপী জেলা পর্যায়ে আয়োজিত উন্নয়ন মেলা ২০১৮ এ অংশগ্রহন করে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শ্রেষ্ট স্টল হিসেবে ৩য় স্থান অধিকার করে। এছাড়া ২৬-২৮ ফেব্রুয়ারী/২০১৮ খ্রি: জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এ অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র “শ্রেষ্ঠ স্টল”-এ ৩য় পুরস্কার অর্জন করেছে। চুয়াডাঙ্গা টিটিসি’র ইলেকট্রনিক্স ট্রেডের ইন্সট্রাক্টর জনাব মো: কায়সার আলম ও সিভিল কন্সট্রাকশন ট্রেডের ইন্সট্রাক্টর জনাব মো: ময়নুল ইসলাম শুভ এবং তাঁদের দল “শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক”-এর ৬ষ্ঠ পুরস্কার লাভ করার গৌরব অর্জন করেছেন। এবং ০৪-০৬ অক্টোবর/২০১৮ খ্রি: জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শ্রেষ্ট স্টল মূল্যায়নে "বিশেষ পুরষ্কার ১ম স্থান অর্জন করে। উল্লেখ্য যে, চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জাতীয় উন্নয়ন মেলা- ২০১৮ সালে অংশগ্রহণ করে ৩য় স্থান অর্জন করার গৌরব অর্জন করে। তাছাড়াও ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা, “অক্টোবর” ২০১৮ এ "বিশেষ পুরষ্কার ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS